সিসেলস টাকার মান কত হবে তা আন্তর্জাতিক বাজারে অন্যান্য মুদ্রার সাথে তুলনা করে নির্ধারিত হয়। বিশেষ করে আন্তর্জাতিক ইউ এস ডলার অনুযায়ী সিসেলস টাকার মান পরিবর্তিত হয়ে থাকে।
এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রার সাথে তুলনা করে সিসেলস টাকার মান নির্ধারণ করা হয়ে থাকে। সিসেলস মুদ্রাস্ফীতির সমস্যার কারণে সিসেলস টাকার মান প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে।
তবে সিসেলস সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সিসেলস টাকার মান নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সিসেলস টাকার মান কত তা জানা যায়।
বিশেষ করে XE.com, Wise.com ওয়েবসাইট গুলো সিসেলস টাকার বর্তমান মান অন্যান্য মুদ্রার সাথে তুলনা করে দেখার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে।
সিসেলস টাকার মান কত
বর্তমানে সিসেলস SCR অর্থাৎ সিসেলস রুপি (Seychelles Rupee) মুদ্রা ব্যবহার করা হয়। সিসেলস সরকার কর্তৃক অনুমোদিত একমাত্র বৈধ মুদ্রা হিসেবে সিসেলস রুপি ব্যবহার করা হয়।
সিসেলস টাকার মান কত তা সাধারণত সিসেলস এর অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। বর্তমানে সিসেলস টাকার মান বাংলাদেশি টাকায় প্রায় ৮ টাকা ৭৭ পয়সা।
প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অসংখ্য পর্যটক সিসেলস দ্বীপপুঞ্জ ভ্রমণ করে থাকে। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে প্রতিনিয়ত সিসেলস টাকার চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
সিসেলস ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
ব্রিটিশ শাসনামলে বর্তমান সিসেলস রুপির পরিবর্তে ইস্ট আফ্রিকান শিল্লিং মুদ্রার প্রচলন ছিল। পরবর্তীতে ১৯৭৬ সালে সিসেলস স্বাধীনতা লাভ করার পর সিসেলস রুপি মুদ্রার প্রচলন শুরু হয়।
বর্তমানে সিসেলস এর ১০০ সিসেলস রুপি সমান বাংলাদেশের প্রায় ৮ টাকা ৭৭ পয়সা এবং আন্তর্জাতিক ইউ এস ডলারের ক্ষেত্রে ১০০ সিসেলস রুপি সমান ৭.৪ ডলার পর্যন্ত হয়ে থাকে।
সাধারণত সিসেলস রুপি দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। বর্তমানে ১০০ সিসেলস রুপি সমান ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর ক্ষেত্রে প্রায় ৬.৮ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
সিসেলস ১ হাজার টাকা বাংলাদেশের কত টাকা
বর্তমানে আন্তর্জাতিক ইউ এস ডলারের ক্ষেত্রে সিসেলস রুপি বিনিময় হার প্রতি ১ হাজারে প্রায় ৭৪ ডলার এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ৬৮ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
বর্তমানে সিসেলস ব্যাংক কর্তৃক ১০ রুপি, ২৫ রুপি, ৫০ রুপি, ১০০ রুপি এবং ৫০০ রুপির কাগজের নোট এছাড়াও ১, ৫, ১০ এবং ২৫ সেন্ট এবং ১ রুপি ও ৫ রুপির কয়েন প্রচলিত রয়েছে।
আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সিসেলস রুপির ব্যবহার তুলনামূলক কম। সিসেলস অধিকাংশ ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনে ইউ এস ডলার এবং ইউরো মুদ্রা ব্যবহার করে থাকে।
সিসেলস যেতে কত টাকা লাগে
সিসেলস যাওয়ার ক্ষেত্রে প্রথমত বৈধ বাংলাদেশী পাসপোর্ট তৈরি করতে হয়। বর্তমানে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করতে সর্বনিম্ন প্রায় ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা খরচ হয়ে থাকে।
দ্বিতীয়ত সিসেলস যেতে বৈধ সিসেলস ভিসা তৈরি করতে হয়। বর্তমানে সিসেলস ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় ৪ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
তৃতীয়ত সিসেলস যেতে বিমানের টিকেট ক্রয় করতে হয়। বর্তমানে বাংলাদেশ টু সিসেলস বিমান ভাড়া সর্বনিম্ন প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
অর্থাৎ সকল খরচ মিলিয়ে বাংলাদেশ থেকে সিসেলস যেতে সর্বনিম্ন প্রায় ৮ লাখ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা এবং সর্বোচ্চ প্রায় ১২ লাখ টাকা থেকে শুরু করে ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
শেষ কথা
বর্তমানে প্রতিনিয়ত সিসেলস টাকার মান বৃদ্ধি পাচ্ছে। সিসেলস ভ্রমণের ক্ষেত্রে সিসেলস রুপি প্রয়োজন হয়। যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত বাংলাদেশী টাকা সিসেলস রুপিতে রূপান্তরিত করা হয়। সিসেলস টাকার মান কত হবে তা আন্তর্জাতিক বাজারে মুদ্রা বিনিময় হারের উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। ধন্যবাদ।