পৃথিবীর কোন দেশের টাকার মান সবচেয়ে কম

বর্তমানে পৃথিবীতে সর্বমোট প্রায় ২০৬ টি দেশ রয়েছে। পৃথিবীর কোন দেশের টাকার মান সবচেয়ে কম হবে তা উক্ত দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়।

বর্তমানে পৃথিবীর সকল স্বাধীন দেশের মধ্যে ইরানের টাকার মান সবচেয়ে কম। বর্তমানে বাংলাদেশের ১ টাকা সমান ইরানের প্রায় 0.0028 রিয়াল। এবং ১ মার্কিন ডলার সমান ইরানের প্রায় 0.000024 রিয়াল।

তবে আন্তর্জাতিক মুদ্রার মান কম বেশি হলে ইরানের টাকার মান কম বেশি হতে পারে। কেননা ইরানের টাকা আন্তর্জাতিক মুদ্রার সাহায্যে বিনিময় করা হয়ে থাকে।

পৃথিবীর কোন দেশের টাকার মান সবচেয়ে কম

পৃথিবীর কোন দেশের টাকার মান সবচেয়ে কম তা বিভিন্ন দিক বিবেচনা করে নির্ধারণ করা হয়। সাধারণত উচ্চ মুদ্রাস্ফীতির কারণে দেশের টাকার মান কমে যায়।

বর্তমানে টাকার মান সবচেয়ে কমের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামি ডং। বর্তমানে বাংলাদেশের ১ টাকা সমান ভিয়েতনামের প্রায় 0.0049 ডং এবং ১ মার্কিন ডলার সমান ভিয়েতনামের প্রায় 0.000041 ডং।

টাকার মান সবচেয়ে কমের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রুপিয়া (IDR)। বর্তমানে বাংলাদেশের এক টাকা সমান ইন্দোনেশিয়ার প্রায় 0.0078 রুপিয়া এবং ১ মার্কিন ডলার সমান ইন্দোনেশিয়ার প্রায় 0.000065 রুপিয়া।

পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি

যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে বর্তমানে পৃথিবীর সব থেকে গরিব দেশ গুলো আফ্রিকা মহাদেশে অবস্থিত।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)পৃথিবীর সবথেকে গরিব ১০ টি দেশের নাম প্রকাশ করেছে। উক্ত তালিকা অনুযায়ী বর্তমানে পৃথিবীর সব থেকে গরীব দেশ দক্ষিণ সুদান।

পৃথিবীর সব থেকে গরিব দেশের তালিকা

আফ্রিকা মহাদেশের গরিব দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বুরুন্ডি, তৃতীয় অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং পঞ্চম অবস্থানে রয়েছে মোজাম্বিক,।

এছাড়া আফ্রিকা মহাদেশের গরিব দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে মালাউই, সপ্তম অবস্থানে রয়েছে নাইজার ও অষ্টম অবস্থানে রয়েছে লাইবেরিয়া এবং নবম অবস্থানে রয়েছে মাদাগাস্কার।

কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি ২০২৪

একটি দেশের সঞ্চিত সম্পদের পরিমাণ এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে টাকার মান কম বেশি হয়। বর্তমানে ১০টি মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি হলো-

  • কুয়েতি দিনার- বর্তমানে ১ কুয়েতি দিনার সমান বাংলাদেশের প্রায় ৩৯১ টাকা ৬১ পয়সা।
  • বাহরাইন দিনার- বর্তমানে ১ বাহারাইন দিনার সমান বাংলাদেশের প্রায় ৩১৭ টাকা ১৩ পয়সা।
  • ওমানি রিয়াল- বর্তমানে ১ ওমানি রিয়াল সমান বাংলাদেশের প্রায় ৩১০ টাকা ৪৯ পয়সা।
  • জর্ডানিয়ান দিনার- বর্তমানে ১ জর্ডানিয়ান দিনার সমান বাংলাদেশের প্রায় ১৬৮ টাকা ৬৫ পয়সা।
  • ব্রিটিশ পাউন্ড- বর্তমানে ১ ব্রিটিশ পাউন্ড সমান বাংলাদেশের প্রায় ১৫৬ টাকা ৮১ পয়সা।

পৃথিবীর উন্নত দেশের তালিকা

টাকার মানের উপর ভিত্তি করে উন্নত দেশ চিহ্নিত করা যায় না। যেমন জাপানের টাকার মান বাংলাদেশের তুলনায় কম হলেও জাপান বাংলাদেশের থেকে অনেক উন্নত শীল রাষ্ট্র।

  • বর্তমানে লুক্সেমবার্গ এর মাথাপিছু আয় ন্যূনতম প্রায় 143,743 ডলার।
  • বর্তমানে আয়ারল্যান্ড এর মাথাপিছু আয় ন্যূনতম প্রায় 133,895 ডলার।
  • বর্তমানে সিঙ্গাপুর এর মাথাপিছু আয় ন্যূনতম প্রায় 133,737 ডলার।
  • বর্তমানে কাতার এর মাথাপিছু আয় ন্যূনতম প্রায় 112,283 ডলার
  • বর্তমানে সংযুক্ত আরব আমিরাত এর মাথাপিছু আয় ন্যূনতম প্রায় 96,846 ডলার।
  • বর্তমানে নরওয়ে এর মাথাপিছু আয় ন্যূনতম প্রায় 96,846 ডলার।

শেষ কথা

পৃথিবীর কোন দেশের টাকার মান সবচেয়ে কম তা আন্তর্জাতিক বাজারে মুদ্রা বিনিময় হারের উপর নির্ভর করে। বর্তমানে মার্কিন ডলার এবং ইউরো মুদ্রার সাহায্যে অধিকাংশ দেশের মুদ্রা বিনিময় করা হয়। যার পরিপ্রেক্ষিতে মার্কিন ডলার এবং ইউরো মুদ্রার মান কম বেশি হলে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার মান কম বেশি হয়ে থাকে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top