জাতীয় জাদুঘর সাপ্তাহিক বন্ধ

প্রতি সপ্তাহে বাংলাদেশের জাতীয় জাদুঘর সাপ্তাহিক বন্ধ থাকার পাশাপাশি সকল সরকারি ছুটির দিন জাতীয় জাদুঘরের সকল পরিচালনা কার্যক্রম বন্ধ থাকে।

তবে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ এবং একুশে ফেব্রুয়ারি সহ ঈদ উপলক্ষে জাতীয় জাদুঘর খোলা থাকে।

বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘরের সকল কার্যক্রম প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ থাকে এবং শুক্রবার থেকে বুধবার পর্যন্ত যথা নিয়মে খোলা থাকে।

জাতীয় জাদুঘর সাপ্তাহিক বন্ধ

বাংলাদেশের জাতীয় জাদুঘর সাপ্তাহিক বন্ধ সহ সকল বন্ধ জাদুঘর পরিচালনা কমিটি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় জাদুঘর পরিচালনা কমিটি যে কোন সময় জাদুঘর বন্ধ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হিসেবে চলতি মাসের প্রথম সপ্তাহের ৫ তারিখ, দ্বিতীয় সপ্তাহের ১২ তারিখ জাতীয় জাদুঘর বন্ধ ছিল এবং তৃতীয় সপ্তাহের ১৯ তারিখ ও চতুর্থ সপ্তাহের ২৬ তারিখ জাতীয় জাদুঘর বন্ধ থাকবে।

জাতীয় জাদুঘর বন্ধ সংক্রান্ত সকল তথ্য জাদুঘরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়। এছাড়া জাদুঘর বন্ধের সঠিক তথ্য জানতে জাদুঘর পরিচালনা কমিটি বা কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে।

বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত

১৯১৩ সালে ঢাকা মেডিকেল কলেজে ঢাকা জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন বাংলার গভর্নর লর্ড কার মাইকেল ঢাকা জাদুঘর উদ্ভাবন করেন।

তবে ১৯৮৩ সালে ঢাকা জাদুঘরের নাম পরিবর্তন করে জাতীয় জাদুঘর নামকরণ করা হয়। জাতীয় জাদুঘরে বর্তমানে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন সংরক্ষিত রয়েছে।

বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত।

জাতীয় জাদুঘর খোলার সময়সূচী

বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘর শনিবার থেকে বুধবার প্রতি দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা ৩০ পর্যন্ত খোলা থাকে। এছাড়া প্রতি শুক্রবার বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জাতীয় জাদুঘর খোলা থাকে।

তবে শীতকালে জাতীয় জাদুঘর খোলার সময় সূচি পরিবর্তিত হয়ে থাকে। এ সময় শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জাতীয় জাদুঘর খোলা থাকে।

এছাড়া রমজান মাসে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার ২ দিন জাতীয় জাদুঘর বন্ধ থাকে। তবে রমজান মাসে শনিবার থেকে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে।

জাতীয় জাদুঘরে কি কি আছে

বর্তমানে জাতীয় জাদুঘরে প্রায় ৪০ টি থেকে ৪৬ টি গ্যালারিতে বিভিন্ন নিদর্শন প্রদর্শিত রয়েছে। যেমন প্রাকৃতিক ইতিহাস গ্যালারিতে বাংলাদেশের ভূপ্রকৃতি, প্রাণীজগত, ও উদ্ভিদজগতের নিদর্শন সহ বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর নমুনা প্রদর্শিত রয়েছে।

অপর দিকে মুক্তিযুদ্ধ গ্যালারিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও দলিলপত্র সহ মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এবং ইসলামিক গ্যালারিতে ইসলামিক স্থাপত্য প্রদর্শিত রয়েছে।

এছাড়া প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গ্যালারিতে বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শন যেমন- মাটির তৈজসপত্র সহ ময়নামতি, মহাস্থানগড়, ও পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক স্থাপনার সামগ্রী সমূহ রয়েছে।

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট

বর্তমানে অনলাইনের মাধ্যমে ২০% ছাড়ে মাত্র ৪০ টাকায় জাতীয় জাদুঘরের টিকেট ক্রয় করা যায়। তবে অনলাইনের মাধ্যমে টিকেট ক্রয় করলে ৪% সার্ভিস চার্জ প্রদান করতে হয়।

বর্তমানে https://nationalmuseumticket.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় জাদুঘরের টিকেট ক্রয় করা যায়। তবে ওয়েবসাইট থেকে জাদুঘরের টিকেট ক্রয় করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়।

রেজিস্ট্রেশন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে বাই টিকেট (BUY TICKET) অপশনে ক্লিক করে নিউ রেজিস্টার(New Register) অপশন থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন করে Purchase e Ticket অপশন থেকে টিকেটের ক্যাটাগরি, ভ্রমণের তারিখ সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে টিকেট বুকিং করতে হবে।

শেষ কথা

পরিবার পরিজন নিয়ে ভ্রমণের জন্য জাতীয় জাদুঘর একটি আদর্শ স্থান বাংলাদেশের জাতীয় জাদুঘর সাপ্তাহিক বন্ধ জাদুঘর কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে। বাংলাদেশের জাতীয় জাদুঘর ভ্রমণ করলে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য যায় সম্পর্কে জানা যায়। এ ছাড়া জাতীয় জাদুঘর ভ্রমণের ফলে বিলুপ্তপ্রায় অসংখ্য নিদর্শনের সাথে পরিচিত হওয়া যায়। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top