বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ চিড়িয়াখানা কর্তৃপক্ষের উপর নির্ভর করে। চট্টগ্রামের ফয়েজ লেকের পাশে ১৯৮৯ সালে মাত্র ৬ একর জমির উপর মাত্র ১৬ টি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা তৈরি করা হয়।
তবে বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানর আয়তন বৃদ্ধি করে ১০.২ একর করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৬ প্রজাতির সর্বমোট ৬২০ টি পশু এবং পাখি সংরক্ষিত রয়েছে।
বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন সকাল ৮ টায় ওপেন করা হয় এবং প্রতিদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ করা হয়ে থাকে।
তবে চট্টগ্রাম চিড়িয়াখানার টিকেট বিক্রয় কার্যক্রম প্রতিদিন বিকেল ৫ টা থেকে শুরু করে বিকেল ৫ টা ৩০ মিনিটের মধ্যে বন্ধ করা হয়ে থাকে।
চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ
২০১৮ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় সর্বপ্রথম বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম সাদা বাঘ জন্ম নেয়। উক্ত সাদা বাঘটি বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ নেই। অর্থাৎ চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতি সপ্তাহের ৭ দিন এবং প্রতি মাসের ৩০ দিন ও প্রতিবছরের ৩৬৫ দিন খোলা থাকে।
তবে চিড়িয়াখানার কোন প্রাণী অসুস্থ কিংবা উত্তেজিত হলে উক্ত প্রাণীর প্রদর্শনী বন্ধ রাখা হয়। এছাড়া সরকারি নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকতে পারে।
তবে চিড়িয়াখানা সরকারি নির্দেশে অথবা রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানা বন্ধ রাখলে চিড়িয়াখানার অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধ সংক্রান্ত নোটিশ প্রকাশ করে থাকে।
চিড়িয়াখানা টিকিটের দাম কত
বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানা টিকেটের দাম প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ৭০ টাকা এবং শিশুদের ক্ষেত্রে চট্টগ্রাম চিড়িয়াখানা টিকেটের দাম ন্যূনতম ৫০ টাকা প্রদান করতে হয়।
অপর দিকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে ২ বছরের উপরের সকল ব্যক্তির ক্ষেত্রে ন্যূনতম ৫০ টাকা টিকেট মূল্য প্রদান করতে হয়।
এছাড়া বাংলাদেশের অন্যান্য চিড়িয়াখানা অনুযায়ী চিড়িয়াখানায় প্রবেশ করতে সর্বনিম্ন প্রায় ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১০০ টাকা পর্যন্ত টিকেট মূল্য প্রদান করতে হয়।
চট্টগ্রাম চিড়িয়াখানা টিকেট কাটার নিয়ম
বর্তমানে অনলাইনের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে টিকেট ক্রয় করা যায়।অনলাইনে টিকিট ক্রয় করতেও ৭০ টাকা টিকেট মূল্য পরিশোধ করতে হয়।
অনলাইনের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানার টিকেট ক্রয় করার জন্য চিড়িয়াখানার অফিসিয়াল ওয়েবসাইটে https://chittagongzoo.gov.bd/ প্রবেশ করে বাই টিকেট অপশনে ক্লিক করতে হবে।
অতঃপর টিকেট ক্রয় করার জন্য ওয়েবসাইটটিতে সাইন ইন (sign in) করতে হবে। ইউজার নেইম (User name) এবং পাসওয়ার্ড (Password) সেট করে সাইন ইন করতে হবে।
অতঃপর ভ্রমণের তারিখ এবং টিকেটের সংখ্যা নির্বাচন করতে হবে। টিকেটের সংখ্যা নির্বাচন করে পেমেন্ট অপশন থেকে টিকেটের মূল্য পরিশোধ করতে হবে।
বর্তমানে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সহনগদ, বিকাশ এবং রকেট ইত্যাদি যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানার টিকেট মূল্য প্রদান করা যায়।
চট্টগ্রাম চিড়িয়াখানা কিভাবে যাব
চট্টগ্রাম শহরের মূল কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ফয়েজ লেক এলাকায় চট্টগ্রাম চিড়িয়াখানা অবস্থিত। বর্তমানে ঢাকা থেকে বাস এবং ট্রেনের সাহায্যে অল্প সময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় যাওয়া যায়।
ঢাকা থেকে চট্টগ্রামগামী সাধারণ বাসের ভাড়া ন্যূনতম ৫০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী উন্নত বাসের ভাড়া নূন্যতম প্রায় ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
অপর দিকে ঢাকা থেকে চট্টগ্রাম লোকাল ট্রেনের ভাড়া ন্যূনতম ৪০০ টাকা থেকে ৫০০ টাকা এবং এসি রুমের সিট ভাড়া ন্যূনতম ১ হাজার টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
এছাড়া চট্টগ্রাম চিড়িয়াখানার পাশে অবস্থিত বিভিন্ন রিসোর্ট এবং আবাসিক হোটেলে রাত্রি যাপন করা যায়। এক্ষেত্রে সর্বনিম্ন প্রায় ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া প্রদান করতে হয়।
শেষ কথা
ফয়েজ লেকের পাশে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ সাধারণত সরকারি নির্দেশের উপর নির্ভর করে। চট্টগ্রাম চিড়িয়াখানা ভ্রমণ করলে অসংখ্য বিলুপ্তপ্রায় প্রাণী পরিদর্শন করা যায়। এছাড়া চট্টগ্রাম চিড়িয়াখানা ভ্রমণ করলে বিভিন্ন দেশি এবং বিদেশি জীবজন্তু সম্পর্কে বিস্তর ধারণা লাভ করা যায়। ধন্যবাদ।