সুদানের টাকার মান মুদ্রা বিনিময় হারের উপর ভিত্তি করে প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে। সুদানের টাকা আন্তর্জাতিক ইউ এস ডলারের মাধ্যমে বিনিময় করা হয়ে থাকে।
যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ইউ এস ডলারের মান কম বেশি হলে সুদানের টাকার মান পরিবর্তিত হয়ে থাকে। তবে ইউ এস ডলার স্থিতিশীল মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া প্রত্যেকটি দেশের টাকার মান অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে থাকে। বর্তমানে সুদানের অর্থনৈতিক অবস্থা তুলনামূলক খারাপ হওয়ায় প্রতিনিয়ত সুদানের টাকার মান কমছে।
সুদানের টাকার মান
বর্তমানে সুদানে অর্থনৈতিক সংকট এবং প্রচুর মুদ্রাস্ফীতি জনিত কারণে সুদানের টাকার মান প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে থাকে। সুদানের টাকার মান কমার অন্যতম প্রধান কারণ রাজনৈতিক অস্থিরতা।
বর্তমানে সুদানের টাকার মান বাংলাদেশি টাকায় ০.২০ টাকা। তবে আন্তর্জাতিক ইউ এস ডলারের মান বৃদ্ধি পেলে সুদানের টাকার মান কমে যাবে।
সুদানের মুদ্রার নাম কি
সুদানের মুদ্রার নাম সুদানি পাউন্ড। ১৯৫৬ সালে সুদান স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুদানে পাউন্ড মুদ্রা ব্যবহারের প্রচলন শুরু হয়েছিল।
পরবর্তীতে ১৯৫২ সালে সুদানি পাউন্ডের পরিবর্তে সুদানি দিনার মুদ্রার প্রচলন শুরু হয়। তবে ২০০৭ সালে সুদানি দিনার বাতিল করে পুনরায় সুদানি পাউন্ড মুদ্রার প্রচলন শুরু করা হয়।
বর্তমানে সুদানে ১ পাউন্ড, ২ পাউন্ড, ৫ পাউন্ড, ১০ পাউন্ড, ২০ পাউন্ড, ৫০ পাউন্ড, ১০০ পাউন্ড, ২০০ পাউন্ড এবং ৫০০ পাউন্ডের নোট প্রচলিত আছে।
এছাড়াও সুদানে পিয়াস্টার বা কয়েনের প্রচলন রয়েছে। সুদানের প্রতিটি পাউন্ড ১০০ পিয়াস্টারে বিভক্ত। বর্তমানে সুদানে ১, ২, ৫, ১০, ২০, ৫০ পিয়াস্টার ব্যবহার করা হয়।
সুদানের ১ টাকা বাংলাদেশের কত টাকা
সুদান বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হওয়ায় প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক সুদান ভ্রমণে যায়। সুদান ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশী টাকা সুদানি পাউন্ডে এক্সচেঞ্জ করতে হয়।
বর্তমানে সুদানের ১ টাকা সমান বাংলাদেশের প্রায় ০.২০ টাকা এবং সুদানের এক পাউন্ড সমান ০.০০১৭ ইউ এস ডলার। এছাড়া সুদানের ১ টাকা সমান ০.০০১৫ ইউরো।
সুদানের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
সুদান আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ হলেও সুদানের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সুদানের টাকার মান বর্তমান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
বর্তমানে সুদানের ১০০ টাকা সমান বাংলাদেশের প্রায় ২০ টাকা এবং সুদানের ১০০ টাকা সমান ০.১৭ আন্তর্জাতিক ইউ এস ডলার এবং সুদানের ১০০ টাকা সমান ০.১৫ ইউরো হয়ে থাকে।
সুদানের ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা
বর্তমানে সুদানে ব্যবহৃত সব থেকে বড় ব্যাংক নোট ৫০০ পাউন্ড। সুদানে ৫০০ পাউন্ডের পরিবর্তে ৫০ হাজার সুদানি কয়েন পাওয়া যায়।
বর্তমানে সুদানের ৫০০ টাকা সমান বাংলাদেশের প্রায় ১০০ টাকা এবং সুদানের 500 পাউন্ড সমান ০.৮৫ ইউ এস ডলার ও সুদানের ৫০০ টাকা সমান ০.৭৫ ইউরো পাওয়া যায়।
সুদানের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা
সুদান মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি স্বাধীন রাষ্ট্র। সুদানের অর্থনীতি কৃষিভিত্তিক। এছাড়া সুদানে থাকা খনিজ সম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মুদ্রাস্ফীতির জন্য দেশটির অর্থনৈতিক অবস্থা প্রতিনিয়ত দুর্বল হচ্ছে।
বর্তমানে সুদানের ১ হাজার টাকা সমান বাংলাদেশের প্রায় ২০০ টাকা এবং সুদানের ১ হাজার টাকা সমান ০.৭ আন্তর্জাতিক ইউ এস ডলার এবং সুদানের ১ হাজার টাকা সমান ০.৫ ইউরো হয়ে থাকে।
শেষ কথা
সুদানের টাকার মান পাউন্ড বিনিময় হারের উপর ভিত্তি করে কম বেশি হয়। সুদানের টাকা এক্সচেঞ্জ করার জন্য বাংলাদেশ ব্যাংক ব্যবহার করা উচিত। তবে বাংলাদেশে বিভিন্ন মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠান রয়েছে। এ সকল প্রতিষ্ঠান থেকে সুদানি পাউন্ড এক্সচেঞ্জ এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ।