২১ শে ফেব্রুয়ারি ছন্দ, উক্তি, স্লোগান

পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলাভাষী হলেও পশ্চিম পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালি জাতি তীব্র আন্দোলনে ফুসে ওঠে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ আমাদের মাতৃভাষা দিবস পালন করা হয়। একুশে ফেব্রুয়ারি সকাল বেলা খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

তবে অনেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি ছন্দ এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে থাকে।

২১ শে ফেব্রুয়ারি ছন্দ

বর্তমান প্রজন্ম ২১ শে ফেব্রুয়ারি ছন্দ এবং বিভিন্ন উক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপলোড করে মাতৃভাষা দিবসের স্মৃতিচারণ করে থাকে।

  • একুশ এল আবার ফিরে, বাংলা মায়ের কোলে, শহীদদের স্মৃতির শপথ হৃদয় জুড়ে দোলে।
  • রফিক, সালাম, বরকত, জব্বার, রইবে চিরকাল, বাংলা ভাষার জন্য দিলো জীবন, করলো মহাকাল।
  • বাংলা আমার প্রাণের ভাষা, বাংলা মায়ের মুখ, একুশ নিয়ে বেঁচে থাকি, গর্ব আমার সুখ।
  • শহীদদের র*ক্তে লেখা বাংলা মায়ের গান, একুশ আসে জানিয়ে দেয় ভাষা অম্লান।
  • শহীদ মিনার মাথা তুলে স্মরণ করায় বারে বারে, ভাষার জন্য যারা দিলো প্রাণ অকাতরে।
  • রাজপথ ভাসে অশ্রু ঝরে, শপথ নিলো দেশ, বাংলা আমার মায়ের ভাষা, গর্ব রইলো বেশ।

২১ শে ফেব্রুয়ারি উক্তি

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চেতনাকে ধারণ করে। একুশে ফেব্রুয়ারি আমাদেরকে মনে করিয়ে দেয় বন্দুকের নল বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারে না।

  • একুশের শপথ—বাংলা ভাষার মর্যাদা রক্ষা করব চিরকাল।
  • যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে জানে, তাকে কেউ দমিয়ে রাখতে পারে না।
  • একুশ আমাদের শিখিয়েছে, অধিকার আদায় করতে হলে লড়াই করতেই হবে।
  • একুশ আমাদের স্মরণ করিয়ে দেয়, ভালোবাসা আর ত্যাগ ছাড়া ভাষা বাঁচে না।
  • একটি জাতির আত্মপরিচয় তার ভাষার মাঝে, আর বাংলা ভাষা আমাদের গর্বের প্রতীক।
  • একুশ মানে মাথা নত না করা, একুশ মানে গর্বে বুক বাঁধা।

২১ শে ফেব্রুয়ারি স্লোগান

প্রতিবছর ফেব্রুয়ারির ২১ তারিখ ভাষা শহীদদের স্মরণে সকাল বেলা বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

  • রক্তের দামে কিনেছি ভাষা, বাংলা আমার গৌরব-ভাষা!
  • একুশ মানে লড়াই, একুশ মানে বাংলা ভাষার জয়!
  • শহীদের রক্ত বৃথা যাবে না, বাংলা ভাষা হারাবে না!
  • ভাষার জন্য শহীদ হল যারা, শ্রদ্ধায় নত হোক পৃথিবী সারা!
  • বাংলা ভাষা মায়ের মুখ, রাখবো এটাকে চির সুখ!
  • একুশ এসেছে আবার, স্মরণ করি বীর সেনানী যারা!
  • বাংলা আমার অধিকার, বাংলা আমার অহংকার!

২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা

বাংলাদেশের বিভিন্ন কবি সাহিত্যিকগণ ১৯৫২ সালের ভাষা আন্দোলন কে কেন্দ্র করে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে বিভিন্ন ধরনের ছোট কবিতা লিখেছেন। যেমন-

  • শহীদ মিনার-

স্মৃতির বুকে জ্বলে শিখা,
একুশ মানে ভাষার দীক্ষা।
শহীদ মিনার মাথা তুলে,
গর্বে বলে, “বাংলা জাগে!”

  • র*ক্তে লেখা ভাষা-

ভাষার জন্য দিলো যারা প্রাণ,
তাদের ত্যাগে গর্বিত প্রাণ।
র*ক্তে লেখা বাংলা গান,
অমর তারা, অমর বানান।

  • বাংলার র*ক্ত-

লাল র*ক্তে রাঙা পথ,
ভাষার জন্য দিয়েছি মত।
বাংলা মায়ের মুখের হাসি,
একুশ মানে প্রাণের বাঁশি।

  • বাংলার গান-

একুশ মানে বীরের গাঁথা,
একুশ মানে গৌরব গাঁথা।
ভাষার তরে যারা লড়েছে,
তাদের জয়গান বাজবে পথে।

  • শ্রদ্ধাঞ্জলি-

র*ক্ত ঝরলো বীরের বুকে,
বাংলা রইলো চির সুখে।
একুশ এলে জানায় সালাম,
ভাষা বাঁচায় শহীদ প্রাণ।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস

১৯৫২ সালে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকে।

  • একটি জাতির পরিচয় তার ভাষায়, আর আমরা গর্বিত কারণ আমরা বাংলায় কথা বলি
  • শ্রদ্ধা শহীদদের প্রতি, যাদের র*ক্তে রঙিন আমাদের মাতৃভাষা। একুশ মানে গৌরব, একুশ মানে অহংকার।
  • একুশ শুধু স্মরণ নয়, একুশ আমাদের লড়াই শেখায়, স্বপ্ন দেখায়, সামনে এগিয়ে যেতে বলে।
  • বাংলা ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়
  • একটি দেশ, একটি ভাষা, এক অটুট চেতনা—একুশ মানে প্রতিবাদ, একুশ মানে বিজয়।

শেষ কথা

বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ যে দেশের মানুষ মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। তাই একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়। প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি ছন্দ এবং বিভিন্ন কবিতার মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *